
বেত্রাবতী ডেস্ক। বেনাপোল চেকপোস্টে ভারতে পাচারকালে ৫শ প্যাকেট উন্নত ব্রান্ডের চুরুট আটক করেছে কাস্টমস কর্মকর্তারা।
শুক্রবার (১৫ এপ্রিল) বিকালে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে এ চালানটি আটক করা হয়।
বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ন কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, গোপন সংবাদের ভিতিত্তে ভারতীয় এক পাসপোর্ট যাত্রীর লাগেজ তল্লাশি করে উন্নতমানের ৫শ প্যাকেট চুরুট আটক করা হয়েছে।
আটক চুরুটের মুল্য ৭ লাখ টাকা বলে কাস্টমস সুত্র জানান। তবে ভারতীয় পাসপোর্ট যাত্রী বিধায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।
আটক চুরুট বেনাপোল কাস্টমস গুদামে জমা দেয়া হয়েছে।
এ বিষয়ে একটি বিভাগীয় মামলা করা হয়েছে। এই প্রথম ভারতগামী যাত্রীর কাছ থেকে চুরুট আটক করা হলো।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।