ঢাকাশুক্রবার , ৮ এপ্রিল ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

চৌগাছায় প্রতিপক্ষের হামলায় আপন দু’ভাই নিহত, আহত আরো একজন

Arifuzman Arif
এপ্রিল ৮, ২০২২ ১:০২ পূর্বাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি।। চৌগাছায় প্রতিপক্ষের হামলায় আপন দুইভাই নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত ১১ টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের টেঙ্গরপুর গ্রামে এ ঘটনাটি  ঘটেছে।

স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন ও পুলিশ জানিয়েছেন, ধারালো অস্ত্রের কোপে ঘটনাস্থলেই নিহত হয় মৃত আব্দুর রহমানের ছেলে আয়ুব হোসেন। আহত হয় ছোট ছেলে ইউনুচ আলী এবং নিহত আয়ূবের ছেলে রনি (৩০)।

আহতদের উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নেওয়ার পথে ইউনুচ আলী মারা যায় এবং রনিকে উপজেলা সরকারি হাসপাতালে নিলে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল কদর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুনেছি কে বা কারা বাড়ির ভেতর প্রবেশ করে এলোপাতাড়ি কুপিয়েছে। কিন্তু কি কারণে এ ঘটনা ঘটেছে তা স্পষ্ট করে বলা যাচ্ছেনা। তবে একটি সূত্র জানিয়েছে জমি জমা সংক্রান্ত দ্বন্দ্বের কারনে এ ঘটনা ঘটতে পারে।

চৌগাছা থানার এএসআই কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।