মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।“দেশভাগের পরে; সংগ্ৰামের উষায় জাগা ঝড়ঝঞ্ঝা কালে; জন্মেছিলে তুমি সংগ্ৰামের জীবন- প্রেরণা নিয়ে। তোমার উষ্ণ রক্তস্রোতের উত্তাপ ছুঁয়ে যাক প্রাণে;প্রজন্ম থেকে প্রজন্মে নেতা তোমার জন্মদিনে”মহান নেতা মোহাম্মদ নাসিমের ৭৪ তম জন্মদিনে শ্রদ্ধাভরে স্মরণ ও সিরাজগঞ্জের -১ নির্বাচনী এলাকার ১৭টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
শুক্রবার সকালে মোহাম্মদ নাসিম ফাউন্ডেশনের আয়োজনে এম মনসুর আলী অডিটরিয়ামে কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেফাজ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাসিম পুত্র তানভীর শাকিল জয়।
তিনি বলেন, নাসিম বিহীন কাজিপুর তথা সিরাজগঞ্জের মানুষ মর্মে মর্মে উপলব্ধি করতে পারছেন, তাকে হারিয়ে কতটা অপূরণীয় ক্ষতি হয়েছে।তিনি শুধু রাজনৈতিক নেতাই ছিলেন না, ছিলেন এই জনপদের সকল মানুষের আশা ভরসার স্থল।
মুঠোফোনে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন মোহাম্মদ নাসিমের সহধর্মিণী ও মোহাম্মদ নাসিম ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়লা আন্জূমান ভানু বিথী। সভায় আরো বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী,উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শওকত হোসেন,
জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইছাহাক আলী,কাজিপুর পৌর সভার সাবেক মেয়র গোলাম মোস্তফা মধু তালুকদার,
সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আঃ ছাত্তার,
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক মেয়র নিজাম উদ্দিন,উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম বেলাল,
কাজিপুর পৌর মেয়র আঃ হান্নান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সাইদুল ইসলাম,কুড়িপাড়া ডিগ্ৰী কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান,ছোনগাছা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, রতন কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম জুড়ান,
উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ মতিন মাস্টার , উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিপ্লব সরকার প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শওকত আকবর।
এসময় সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।