ঢাকামঙ্গলবার , ১৫ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় তিনজন সহকারি শিক্ষকের বিদায় সংবর্ধনা 

Arifuzman Arif
মার্চ ১৫, ২০২২ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।। শার্শা উপজেলার জামতলা ডিএসটি মাধ্যমিক বিদ্যালয়ের তিনজন সহকারি শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে বিদ্যালয় চত্তরে ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক আসাদুজ্জামান আসাদ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সহকারি শিক্ষক মতিয়ার রহমান,বিনয় কৃষ্ণ বসু ও রেজাউল করিমের সংবর্ধনা দেওয়া হয়।

বিদ্যালয়ের সহকারি শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক হবিবর রহমান,প্রাক্তন সহকারি প্রধান শিক্ষক মুজিবর রহমান, প্রাক্তন শিক্ষক লিয়াকত আলি,মশিয়ার রহমান, মানপত্র পাঠ করেন শেফিকা আফরোজ,প্রাক্তন ছাত্র বিএম মিজানুর রহমান, শিক্ষার্থী মুনতাহিনা,মারুফ ও চঞ্চল।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক হযরত মাওলানা হাফেজ হাফিজুর রহমান।

অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষকদেরকে শিক্ষার্থী, শিক্ষক ও ম্যানেজিং কমিটির পক্ষ থেকে উপহার সামগ্রী দেওয়া হয়।অতিথি শিক্ষক ও শিক্ষার্থীরা উপহার সামগ্রী তাদের হাতে তুলে দেন।ম্যানেজিং কমিটির সভাপতি আসাদুজ্জামান আসাদ তাদের হাতে নগদ অর্থ তুলে দেন।

অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষার্থী সহ এলাকার সুধিজনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।