সিরাজগঞ্জ প্রতিনিধি।।সিরাজগঞ্জের রতনকান্দি ইউনিয়নের বাহু কা উচ্চ বিদ্যালয় মাঠে আগামী ২০মার্চ রোজ রবিবার বাদ মাগরিব আগমন করবেন যুগশ্রেষ্ঠ হাদী শাহসূফী আলহাজ্ব মাওলানা হযরত সৈয়দ জাকির শাহ নকশাবন্দি,মোজাদ্দেদি, কুতুববাগী পীর কেবলাজান উপস্থিত থাকিয়া ইসলামের আলোকে আলোচনা করিবেন, এবং আত্নশুদ্ধি,দিলজিন্দা ও ইবাদতে হুজুরী অর্জন সম্পর্কে বিশেষ তাফসির করিবেন।
উক্ত মাহফিলে ধর্ম প্রাণ মুসলমানদের আমন্ত্রণ করা হইলো।
সম্পাদক ও প্রকাশক: আরিফুজ্জামান আরিফ, অফিস: বাগআচঁড়া,যশোর
Copyright © 2024 বেত্রাবতী নিউজ২৪. All rights reserved.