বেনাপোল (যশোর) প্রতিনিধি:।।বেনাপোলে অবৈধ ভাবে বালি উত্তোলনের সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করেছেন শার্শা উপজেলা প্রশাসনের একটি ভ্রাম্যমান আদালত।
সোমবার বিকালে শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা এই অভিযান পরিচালনা করেন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে একটি বালু তোলা ভেকু মেশিন রেখে পালিয়ে যায় বালু উত্তোলন কারীরা।
এসময় উত্তোলনকৃত প্রায় ৬০ হাজার সিএফটি বালু এবং বালু তোলার মেশিনটি জব্দ করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা বলেন, বেনাপোল গয়ড়া গ্রাম থেকে প্রায় ৬০ হাজার সিএফটি বালু জব্দ করেছি। জব্দ কৃত বালু নিলামের মাধ্যমে বিক্রি করে সরকারি কোষাগারে টাকা জমা দিব। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে।
এ অভিযানে অংশ নেন বেনাপোল পোর্ট থানা পুলিশ ও স্থানীয় সংবাদকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: আরিফুজ্জামান আরিফ, অফিস: বাগআচঁড়া,যশোর
Copyright © 2023 বেত্রাবতী নিউজ২৪. All rights reserved.