ঢাকাবুধবার , ২ মার্চ ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে নদী থেকে ড্রেজার দিয়ে গুচ্ছগ্রামে মাটি কাটার নামে বসতবাড়িতে মাটি কাটার অভিযোগ

Arifuzman Arif
মার্চ ২, ২০২২ ২:০৬ অপরাহ্ণ
Link Copied!

মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের ভানুডাঙ্গা নদী থেকে নিষিদ্ধ বাংলা ড্রেজার দিয়ে মাটি কাটার হিড়িক চলছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১মার্চ) সরেজমিনে গিয়ে জানা যায়, ভানু ডাঙ্গায় অসহায়দের জন্য গুচ্ছ গ্রাম নির্মাণের কাজ চলছে।

গুচ্ছ গ্রাম নির্মাণে ব্যবহৃত বাংলা ডেজার ব্যবসায়ী সোনামুখির বাবু গুচ্ছ গ্রাম নির্মাণের মাটি কাটার নামে উপজেলা প্রশাসনের চোখের আড়ালে ইতিমধ্যে ভানুডাঙ্গা গ্রামের আঃ সালাম ও তার ভাই কালামের বসতবাড়িতে প্রায় ৮০/৮৫ হাজার টাকার মাটি কাটার কন্টাক্ট করে দুই /তিন দিন যাবত মাটি কাটছেন।

এর চার পাচ দিন আগে একই গ্রামের মোঃ ওসমান মুন্সির প্রায় ৮/১০ হাজার টাকার মাটি, এবং তার ভাই ইসমাইলের ৬/৭ হাজার টাকার মাটি, আবু সাইদের ৪/৫ হাজার টাকার মাটি, শাহিন আলমের ৪/৫ হাজার টাকার মাটি বাংলা ড্রেজার দিয়ে কেটেছেন।

এবিষয়ে স্থানীয় মেম্বর আঃ সামাদ জানান ইতি পূর্বেও বাংলা ডেজার দিয়ে মাটি কাটা শুরু করলে উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হলে তা বন্ধ হয়ে যায়।

আবার গুচ্ছ গ্রামের মাটি কাটার জন ড্রেজার বসানো হয়েছে কিন্তু গুচ্ছ গ্রামের মাটি কাটার কথা বলে অনেকগুলো বসতবাড়িতে মাটি কাটা হয়েছে, এভাবে নিষিদ্ধ বাংলা ড্রেজার দিয়ে মাটি কাটার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।এলাকাবাসি সহ আমার দাবি উপজেলা প্রশাসনের কাছে অতি দ্রুত নদী থেকে মাটি কাটা বন্ধ করা হোক।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও জাহিদ হাসান সিদ্দিকীকে অবগত করলে তিনি বলেন, বিষয়টা আমি জানিনা। এখন জানলাম। অবশ্যই আইনের ব্যাবস্থা গ্রহণ কোরবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।