
মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদারকে অভিনন্দন জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শহীদ এম মনসুর আলীর নাতি, জাতীয় নেতা একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা সাবেক মন্ত্রী প্রয়াত জননেতা মোহাম্মদ নাসিমের পুত্র সিরাজগঞ্জ কাজিপুরের মাটি ও মানুষের জননেতা তারুণ্যের অহংকার সংসদে তিন প্রজন্ম কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের অন্যতম সহ-সভাপতি সিরাজগঞ্জ ১ সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলী গকে শক্তিশালী করার প্রত্যয়ে সারা বাংলাদেশ একযোগে আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে।তারই ধারাবাহিকতায় ২৮ফেব্রুয়ারি সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
নবনির্বাচিত সভাপতি এডঃ কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আঃ সামাদ তালুকদারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।