
বেত্রাবতী ডেস্ক।।শার্শার শীর্ষ মাদক ব্যবসায়ী জয়নাল বক্স ওরফে জয়নাল সরদার অবশেষে পুলিশের হাতে আটক হয়েছে।
সোমবার (২৮ফেব্রুয়ারি)যশোর শহর থেকে আটক করা হয়েছে তাকে।
জয়নাল শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের কাদের বক্সের ছেলে।
শার্শা থানা পুলিশের ইনচার্জ (ওসি) মামুন খাঁন জানান, জয়নাল বক্স ৫টি ওয়ারেন্ট ভুক্ত মামলা আসামী। তাকে পুলিশ দীর্ঘদিন যাবত খুজছে। সে ছদ্দবেশ ধারন করে বিভিন্ন স্থানে আস্তানা গড়ে মাদকের কারবার করে আসছিল। বিশেষ সোর্সের মাধ্যমে জানতে পারি যে, জয়নাল যশোরে অবস্থান করে মাদকের কারবার চালিয়ে আসছিলো।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।