
বেত্রাবতী ডেস্ক।।জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার সিদ্ধান্ত নেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন দেশের বিশিষ্ট ১৮ নাগরিক।
সোমবার (২১ ফেব্রুয়ারি) সংস্কৃতিজন নাসির উদ্দিন ইউসুফ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, এখন থেকে মুক্তিযুদ্ধের স্লোগান ‘জয় বাংলা’ রাষ্ট্রীয় স্লোগান হিসেবে ঘোষণা করেছে সরকার। ১৯৭৫ এর ১৫ অগাষ্টে বঙ্গবন্ধুকে প্রায় স্ব-পরিবারে নির্মমভাবে হত্যা করার ৪৭ বছর রাষ্ট্রীয় আচার থেকে নির্বাসিত ছিলো আমাদের প্রাণের স্লোগান ‘জয় বাংলা’।
আজ ৪৫ বছর পর মুক্তিযুদ্ধের শ্লোগান আবারো রাষ্ট্রের শরীরে প্রতি স্থাপিত হলো। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
বিবৃতিদাতারা হলেন, প্রাবন্ধিক আব্দুল গাফ্ফার চৌধুরি, সংস্কৃতিজন সৈয়দ হাসান ইমাম, প্রাবন্ধিক অনুপম সেন, নাট্যজন রামেন্দু মজুমদার, নাট্যজন ফেরদৌসী মজুমদার, সংগঠক সারওয়ার আলী, সাংবাদিক আবেদ খান, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, নৃত্যশিল্পী লায়লা হাসান, আবদুস সেলিম, সংগঠক মফিদুল হক, নাট্যজন শফি আহমেদ, সাহিত্যিক শাহরিয়ার কবীর, সংস্কৃতিজন নাসির উদ্দীন ইউসুফ, ইতিহাসবিদ মুনতাসীর মামুন, সংস্কৃতিজন সারা যাকের, সংস্কৃতিজন শিমূল ইউসুফ ও সংগঠক গোলাম কুদ্দুছ।