ঢাকাশুক্রবার , ১৮ ফেব্রুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

যশোরে কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

Arifuzman Arif
ফেব্রুয়ারি ১৮, ২০২২ ১২:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।।যশোর কেন্দ্রীয় কারাগারে মগরেব আলী (৫৯) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি মারা গেছেন।

তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাকিমপুর গ্রামের মৃত রবজেল মণ্ডলের ছেলে।

২০১১ সালের ১৮ ডিসেম্বর থেকে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে সাজাভোগ করছিলেন।

কেন্দ্রীয় কারাগারের জেলসুপার তুহিন কান্তি খান জানান, চুয়াডাঙ্গা জেলা দায়রা জজ আদালত ২০২১ সালের ২৮ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ৯ (১) ধারায় মগরেব আলী যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। এরপর একই বছরের ১৮ ডিসেম্বর তাকে চুয়াডাঙ্গা থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি এখানেই সাজাভোগ করে আসছিলেন।

এখানে আসার পর থেকে অসুস্থ ছিলেন মগরেব আলী। বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে ওই কয়েদি বুকে ব্যথা অনুভব করেন। কারা কর্তৃপক্ষ তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আজ শুক্রবার ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।