
মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নে মাইজবাড়ি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উদ্বোধন করলেন এমপি তানভীর শাকিল জয়।
বৃহস্প্রতিবার (১৭ফেব্রুয়ারী) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সিরাজগঞ্জ জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশল খাদেমুল ইসলামের সভাপতিত্বে মেডিক্যাল অফিসার পলাশ ভৌমিকের সসঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সিরাজগঞ্জ ১ সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ বাবলু, কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মোমেনা পারভীন।
এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার, যুগ্ন সাধারণ সম্পাদক কামরুজ্জামান বিপ্লব, প্রচার সম্পাদক উজ্জ্বল কুমার, মেডিক্যাল অফিসার চিত্রা ঘোষ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজমুল হাসান চয়ন, সাধারণ সম্পাদক আঃ সালাম।উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম।উপজেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।