সোমবার (১৪ই ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার বাগুড়ী বেলতলা এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
হামিদা বিবি বাগআঁচড়া গালর্স স্কুল এ্যান্ড কলেজ এলাকার মৃত আব্দুল আহাদের স্ত্রী।
মৃতের পরিবার সুত্রে জানা যায়,গত ৬ই ফেব্রুয়ারী বিকাল থেকে ওই বৃদ্ধা নিখোঁজ ছিল।ঘটনার দিন দুপুরের সময় স্থানীয় লোকজন একটি পুকুরে তার মরদেহ দেখতে পেয়ে তাদের খবর দিলে তারা গিয়ে মৃত্যুদেহটি শনাক্ত করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন ছিলো।যার কারনে পুকুরে পড়ে তার মৃত্যু হতে পারে বলে ধারনা।এ ব্যাপারে কোন অভিযোগ না থাকায় মরদেহটি উদ্ধার করে পরিবারের হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।