ঢাকারবিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

ফেব্রুয়ারির শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে – প্রধানমন্ত্রী

Arifuzman Arif
ফেব্রুয়ারি ১৩, ২০২২ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।।করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান চলতি মাসের শেষের দিকে খুলে দেয়ার আশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এইচএসসির ফলাফল গ্রহণ অনুষ্ঠানে তিনি বলেন, এখন একটু খারাপ সময় যাচ্ছে।

আমরা আশা করি এ মাসের শেষের দিকে অবস্থার পরিবর্তন হবে। সেই সময় আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব।

তিনি আরো বলেন, করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমাদের শিক্ষার্থীরা। আমরা অনলাইনে বা টেলিভিশনে ক্লাসের ব্যবস্থা করেছি। কিন্তু তার পরও শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া, সবার সঙ্গে মিলেমিশে থাকা হয়নি।

শেখ হাসিনা বলেন, ওমিক্রণের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আমরা আশা করছি দ্রুতই সমাধান করতে পারব।

তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান যাতে আমরা খুলতে পারি তার জন্য টিকা কার্যক্রম অব্যাহত রয়েছে।

এদিকে, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ২২ ফেব্রুয়ারি খুলতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

গতকাল শনিবার (১২ ফেব্রুয়ারি) তিনি এমন ইঙ্গিত দিয়েছেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।