বিশেষ প্রতিনিধি।।জমে উঠেছে ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীর ফুল বাজার।
প্রতি বছরের ন্যায় এবছরও ভালোবাসা দিবস ও শহীদ দিবস উপলক্ষে ব্যপক ফুল চাষ করেছে গদখালী, পানিসারা সহ ঝিকরগাছার প্রায় ১৭ টি গ্রামের ফুল চাষিরা।
এর মধ্যে গদখালী,পানিসারা ,বল্লা, কানারালী, ডুমরে,শিওরদা,আসিংড়ী উল্লেখযোগ্য।
আর এবছরে ফুলের রাজ্যে ভিন্ন মাত্রা যোগ করেছে টিউলিপ ফুল।শীত প্রধান দেশের ফুল টিউলিপ এদেশে ফুটবে ভাবেনি কেউ!টিউলিপ ফুল বাংলাদেশে দ্বিতীয় বারের মত হলেও যশোরের গদখালীতে প্রথম বারের মত চাষ হয়েছে।আর এই অসাধ্যকে সাধন করেছে পানিসাড়ার ফুল চাষি ইসমাইল হোসেন।
জানুয়ারীর দ্বিতীয় সপ্তাহ থেকে তার বাগানে দোল খেতে সুরু করেছে বাহারী রঙের টিউলিপ ফুল।সারি সারি দোল খাওয়া টিউলিপের সুঘ্রান ও সৌন্দয্য উপভোগ করতে দূর দুরান্ত থেকে আসছে হাজার হাজার দর্শনার্থী।ফুল দেখতে আশা দর্শনার্থী বলেন,এই ফুলটি আমাদের দেশে প্রথম ফুটেছে তাই অতি আগ্রহের কারনে গদখালীতে আসা,আর এই কারনে প্রতিদিনি মানুষের ঢল নামছে ফুলের বাগান গুলোতে।আর এই সুযোগে বাড়তি আয় করতে সক্ষম হচ্ছেন বাগান মালিকরা।বাগানে প্রবেশ করতে মাথাপিছু পর্যটকদের কাছ থেকে নেওয়া হচ্ছে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত।
টিউলিপ চাষের বিষয়ে ইসমাইল হোসেন বলেন প্রথম বার পরিক্ষামূলক ভাবে টিউলিপ চাষ করলেও এখন বানিজ্যিক ভাবে চাষ করতে চেষ্টা করছি। তবে এদেশে ফুল ফুটলেও পরবর্তীতে ফুলচাষের জন্য বাল্ব সংরক্ষণের কোন ব্যবস্থা নেই।একটা নির্দিষ্ট তাপমাত্রায় টিউলিপের বাল্ব সংরক্ষণ করতে হয়।এটা টিউলিপ চাষের বড় সমস্য।
বানিজ্যিক ভাবে টিউলিপ চাষের উদ্দেশ্যে বাংলাদেশের জলবায়ুর সাথে সামঞ্জস্য রেখে টিউলিপ ফুলের জাত উদভাবন করতে গবেশনা চলছে।