
বেনাপোল প্রতিনিধি।।বেনাপোল রাজাপুর গ্রাম থেকে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি ইজিবাইকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১০টায় বেনাপোল পোর্ট থানার রাজাপুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
আটক আসামীরা হলেন, বেনাপোল রাজাপুর গ্রামের আলী হোসেনের ছেলে ইমরান (২১) ও শার্শার কন্যাদহ গ্রামের আমজেদ আলীর ছেলে রাশেদুল ইসলাম (২১)।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর গ্রামস্থ কামারবাড়ী মোড় এলাকায় অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল ও একটি ইজিবাইকসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।