ঢাকামঙ্গলবার , ৮ ফেব্রুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

শার্শার বিলে অবৈধ দখলদারদের পাটাবাঁধ উচ্ছেদ করলো উপজেলা প্রশাসন

Arifuzman Arif
ফেব্রুয়ারি ৮, ২০২২ ১১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।।শার্শার বসতপুর-কলোনী ও মহিষা কুড়া বিলে অভিযান চালিয়ে দীর্ঘদিনের অবৈধ দখলদার দের পাটাবাঁধ উচ্ছেদসহ জরিমানা করে কয়েক গ্রামের চাষীদের পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলীফ রেজা।

মঙ্গলবার সকালে স্থানীয় মানুষের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অবৈধ দখলদারদের ৪টি পাটাবাঁধ উচ্ছেদসহ ২ হাজার টাকা জরিমানা করেন তিনি। এসময় স্থানীয়দের জন্য বিলটি উম্মুক্ত করণ করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলীফ রেজা বলেন, এই বিলে থাকা সকল ধরণের দেশীয় রাণী মাছ আহরণ করে এলাকার সাধারণ মানুষের প্রচুর পরিমাণে আমিষের চাহিদা পূরণ হবে। সেসাথে বাঁধগুলো ধ্বংশ করে দেওয়ায় বিলের ভিতর জমাট বেঁধে থাকা পানি দ্রুত অপসারণ হবে। তাতে, এলাকার চাষীরা এখানে ফসল উৎপাদন করে নিজেদের ভাগ্য উন্নয়নসহ দেশের আর্থিক উন্নয়নে সহযোগিতা করতে পারবে।

এসময় স্থানীয় চাষীরা বলেন, এতোদিন অবৈধ দখলদাররা ক্ষমতার বহর দেখিয়ে এই বিলের ভিতর খন্ড খন্ড পাটাবাধ দিয়ে এলাকার মানুষকে শোষণ করে চলত। তাদের বিরুদ্ধে সামান্য প্রতিবাদও করা যেতোনা। হঠাৎ উপজেলা প্রশাসনের মৎস্য দপ্তরের সহযোগিতায় এবং নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বিলটি অবমুক্ত হওয়ায় কয়েক গ্রামের মানুষের মুখে নতুন করে হাসি ফুটল।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বিলের ভিতর থাকা সকল নেট ও পাটার বাঁধ অপসারণ করে আগুন জালিয়ে ধ্বংস করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসান, শার্শা থানার অফিসার ইনচার্জ(ওসি) মামুন খান, বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেকসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।