
বেনাপোল(যশোর)প্রতিনিধি।।বেনাপোলের খড়িডাঙ্গা গ্রাম থেকে ৫০ বোতল ফেনসিডিল সহ মনিরুজ্জামান (৪৮) ও আঃ সালাম (৩৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ৮টার দিকে খড়িডাঙ্গা সীমান্ত থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মনিরুজ্জামান খড়িডাঙ্গা গ্রামের আবুল হোসেনের ছেলে ও একই গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে আঃ সালাম।
এবিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি( কামাল হোসেন ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাসুম বিল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে খড়িডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করে।
গ্রেফতার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।