
শাহরিয়ার হুসাইন।।শার্শায় তাসকিন হোসেন (৪) নামে এক শিশুর পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে প্রতিবেশীর কাটা একটা বড় গর্তের পানিতে পড়ে তার মৃত্যু হয় বলে জানা যায়।
নিহত তাসকিন হোসেন উপজেলার বসতপুর কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কবির হোসেনের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে খেলতে খেলতে তাসকিন হঠাতই প্রতিবেশীর কাটা একটি বড় গর্তের মধ্যে পড়ে যায়। পরিবারের লোকজন তাসকিনকে বেশ কিছুক্ষন না দেখতে পেয়ে চারিদিকে খোঁজাখুঁজি শুরু করেন।পরে গর্তের মধ্যে জমে থাকা বৃষ্টির পানিতে তাসকিনের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পেয়ে পরিবারকে জানায়।
এসময় তাসকিনের মরদেহ গর্ত থেকে উদ্ধার করার সময় পরিবার ও এলাকাবাসীর মাঝে কান্নার রোল পড়ে যায়।
শিশু তাসকিন ওই পরিবারের একমাত্র সন্তান হওয়ায় পরিবার সহ এলাকাবাসীী মাঝে গভীর শোকের ছায়া বিরাজ করছে।