
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি।।সিরাজগঞ্জের কাজিপুর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল দত্ত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।
শনিবর( ৫ ফেব্রুয়ারি)দুপুর বারোটায় তার নিজ কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পেশাদারিত্ব কাজে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন তিনি।
আইন শৃঙ্খলা রক্ষার্থে সরকারের নির্দেশনা মোতাবেক দায়িত্ব পালনে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন ওসি শ্যামল দত্ত।গত চার ফেব্রুয়ারি তিনি কাজিপুর থানায় যোগদান করেন।
এইসময় উপস্থিত ছিলেন, নবাগত ওসি (তদন্ত) সোহেব খান। সাংবাদিকের পক্ষে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আঃ জলিল।
উপস্থিত ছিলেন সাংবাদিক শাহ জাহান, আব্দুস সোবহান চান, শফিকুল ইসলাম,টিএম কামাল, মিজানুর রহমান মিনু, শফিকুল ইসলাম, আশরাফুল ইসলাম, এনামুল হক মনি, কোরবান আলী, আঃ রহিম, জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন, ও মিজান রহমান।