ঢাকারবিবার , ৩০ জানুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ডিবি পুলিশের অভিযানে তক্ষক বিক্রয় প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

Arifuzman Arif
জানুয়ারি ৩০, ২০২২ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।।যশোরে গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে তক্ষক বিক্রয় প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে।

শনিবার দিবাগত রাত দশটার দিকে জেলার মনিরামপুর উপজেলার বিপ্রকোনা গ্রামের রেজাউল ইসলামের বাড়ীর সামনে অভিযান চালিয়ে এ প্রতারকদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, যশোর কেশবপুর উপজেলার মনোহরনগর গ্রামের বিকাশ মন্ডলের ছেলে বিশ্বজিৎ মন্ডল (২৫) ও বরিশাল বিভাগের ভোলা জেলার দৌলত খাঁ উপজেলার দক্ষিণ জয়নগর গ্রামের ইউনুস আলীর ছেলে আব্দুল খালেক।

এসময়ে গোয়েন্দা পুলিশের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার গোয়েন্দা সংস্থা ২৯ জানুয়ারি ( শনিবার) রাত আনুমানিক দশটার দিকে মনিরামপুর থানার বিপ্রকোনা গ্রামে অভিযান পরিচালনা করে ৩ টি তক্ষক ( ২ টি জীবিত ও ১ মৃত) ও ৩০ হাজার টাকাসহ কেশবপুর উপজেলার মনোহরনগর গ্রামের বিকাশ মন্ডলের ছেলে বিকাশ মন্ডল (২৫) ও ভোলা জেলার দৌলতখাঁ থানার দক্ষিণ জয়নগর গ্রামের  ইউনুস আলীর ছেলে আব্দুল খালেক (৫৫) কে গ্রেফতার করেন।

যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন,বেশ কিছুদিন যাবত গোপন সংবাদ পাওয়া যাচ্ছিল যে, মনিরামপুর থানা এলাকায় একটা প্রতারক চক্র কথিত তক্ষক নামীয় সরীসৃপ বিক্রয়ের নামে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার কৌশল করে আসছে।

বিষয়টি জানার পর নজরদারি অব্যহত রাখা হয়। এক পর্যায়ে শনিবার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি প্রতারকরা জেলার মনিরামপুর উপজেলার বিপ্রকোনা গ্রামের রেজাউলের বাড়ির সামনে তক্ষক সাপ বেচা কেনার জন্য অবস্থান করছে।

বিষয়টি যশোরের পুলিশ সুপারকে জানালে তিনি অভিযান চালিয়ে তাদেরকে আটকের নির্দেশ দেন।

এ সংক্রান্ত বিষয়ে জীবিত প্রাণীগুলোকে বিজ্ঞ আদালতের আদেশ প্রাপ্তি সাপেক্ষে বিভাগীয় ফরেষ্ট অফিসারের মাধ্যমে প্রকৃতিতে অবমুক্ত কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।