
বেত্রাবতী ডেস্ক।।বেনাপোলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সুমাইয়া আক্তার (১৯) নামে এক গৃহবধুর করুন মৃত্যু হয়েছে।
রোববার (৩০ জানুয়ারি) দুপুরে বেনাপোল স্থল বন্দরের ১ নং গেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সুরাইয়া বেনাপোল পোর্ট থানার নারায়নপুর (বিশ্বাস বাড়ি) গ্রামের সাইফুল ইসলাম লিমনের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার এএসআই মুরাদ হোসেন জানান, বেনাপোল স্থলবন্দরের ১ নং গেইটের সামনে রাস্তায় একটি ট্রাক পিছনে যাওয়ার সময় একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত ভ্যানকে ধাক্কা দেয়।
এতে ভ্যানে থাকা যাত্রী সুমাইয়া আক্তার ট্রাকের চাকার নিচে পড়ে গুরুত্বর আহত হয়।স্হানীয়রা তাকে উদ্ধার করে নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ট্রাক সহ চালককে আটক করে
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।