
বেত্রাবতী ডেস্ক।।শার্শার জামতলা টু পুটখালী সড়কের মাখলা বিলের মধ্যে একটি ব্রীজের উপর থেকে পরিত্যক্ত অবস্থায় পুরাতন বোর একনলা বন্দুক ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব সদস্যরা।
এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি র্যাব।
যশোর র্যাব-৬ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান বলেন,শুক্রবার (২৮ শে জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার মাখলা বিলের একটি ব্রীজের উপর থেকে পরিত্যাক্ত অবস্থায় একনলা বন্দুক ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামত শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।