
কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।।সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিভিন্ন স্থানে সরকারি নির্দেশনা উপেক্ষা করে জমির টপসয়েল কেটে বিক্রি করা হচ্ছে।
এতে করে এলাকায় ফসল উৎপাদন ব্যাহত হওয়ার আশংকা রয়েছে।
অভিযোগ রয়েছে, এক শ্রেণির প্রভাবশালি মাটি খেকো কোন না কোন ভাবে জমির মালিককে বুঝিয়ে গভীর করে জমির মাটি কেটে নিচ্ছে।
পরবর্তীতে পার্শবর্তী জমির মালিকগন অনেকটা বাধ্য হয়ে নিজেদের জমির লেবেল ঠিক রাখতে অপেক্ষাকৃত কম মূল্যে মাটি খেকোদের নিকট নিজের জমির টপসয়েল দিতে বাধ্য হচ্ছে।
জমির মালিকগন অভিযোগ করে জানান মাটি কাটার কারণে জমিতে কমপক্ষে দুই থেকে তিন বছর ভালো ফসল হয়না এতে তাদেরকে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হতে হচ্ছে।
জমির মালিকগন মাটি খেকোদের হাত থেকে জমি রক্ষার্তে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।