
ঝিকরগাছা প্রতিনিধি।।দীর্ঘ ২১ বছরের অবসান শেষে যশোরের ঝিকরগাছা পৌরসভার মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল পূনরায় মেয়র নির্বাচিত হয়েছেন।
এ নির্বাচনে তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হন।
আইনি জটিলতায় দীর্ঘ ২১ বছর পেরিয়ে রোববার সকাল থেকে ঝিকরগাছাবাসী ভোট উৎসবে আরোও ৫ বছরের জন্য মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামালকে পূনরায় নির্বাচিত করেন।
নৌকা প্রতীক নিয়ে মোস্তফা আনোয়ার পাশা জামাল পেয়েছেন ৭ হাজার ৩৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কম্পিউটার প্রতীকের ইমরান হাসান সামাদ নিপুন পেয়েছেন ৬ হাজার ১২৬ ভোট।
রাতে ভোট গননা শেষে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।
এবারের নির্বাচনে মেয়র পদে ৬ জন, ৯টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৬৬ জন এবং তিনটি সংরক্ষিত ওয়ার্ডে ১৮ জন প্রতিদ্বীন্দ্বতা করেন। প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোট দিয়েছেন এখানকার ভোটাররা।