ঢাকাশনিবার , ৮ জানুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

“যশোরে প্রকাশ্যে তৃতীয় লিঙ্গের একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা”

Arifuzman Arif
জানুয়ারি ৮, ২০২২ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।।যশোরে প্রকাশ্যে কুপিয়ে তৃতীয় লীঙ্গের একজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা শনিবার শহরতলীর নারাঙ্গালী ব্রীজের কাছে এঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম লাভলী হিজড়া (৩০)।সে বেজপাড়ার মৃত আব্দুল করিম বিশ্বাসের মেয়ে ও ধর্মতলা মোড়ের ফারুক হোসেনের বাড়ির ভাড়াটিয়া।

শনিবার (৮ জানুয়ারি) সকাল ৮টার দিকে লাভলী তার দুই সহযোগী সেলিনা ও নাজমার সাথে ধর্মতলা মোড় থেকে অটোরিক্সা যোগে কায়েমকোলা গ্রামের দিকে যাচ্ছিলো।নারাঙ্গালী ব্রিজের কাছে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা অস্ত্রধারী সন্ত্রাসীরা তাদের গাড়ি থামায়। এরপর লাভলীকে এলো পাতাড়ী কুপিয়ে জখম করে চলে যায়।তাকে গুরুতর জখম অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে আনার কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।

লাভলীর দুই সহযোগিকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি অফিসে নিয়ে গেছে পুলিশ।

যশোর কোতোয়ালী থানার সেকেন্ড অফিসার মনিরুজ্জামান বলেন,লাভলী নামের তৃতীয় লিঙ্গের একজন খুন হয়েছেন।বিষয়টি আমরা তদন্ত করে হত্যাকারীদের আটকের জন্য চেষ্টা করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।