
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন আজ। খ্রিষ্টান ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট এদিন জন্ম নিয়েছিলেন । বড়দিনের উৎসবের ছোঁয়া লেগেছে ক্রিশ্চিয়ানো রোনালদো-ক্রিস গেইলদের।
বড়দিনের রঙিন আলোকসজ্জায় ‘ক্রিসমাস ট্রি’ সাজানোর পাশাপাশি রংবেরঙের আলোকসজ্জা আর হরেক রকম উপহার দিয়ে আপনজনের সঙ্গে তারাও উদযাপন করছেন দিনটি।
সপরিবারে রোনালদোর উদযাপনটা হয়েছে বর্ণাঢ্য। এদিকে বাবাকে নিয়ে বড়দিন উদযাপন করছেন ক্রিস গেইল।
স্ত্রী আনা লেভানডফস্কাকে নিয়ে রবার্ট লেভানডফস্কি বড়দিন উদযাপন করছেন।
কালকেই মেলবোর্ন টেস্ট। তাই স্ত্রীকে নিয়ে বড়দিন উপলক্ষ্যে স্টিভেন স্মিথ হেঁটে এসেছেন একটু! এদিকে তিন মেয়ে আর স্ত্রীকে নিয়ে ডেভিড ওয়ার্নার বড়দিন উদযাপন করছেন।
লুইস সুয়ারেজ ও তার পরিবারও মেতেছেন বড়দিনের আনন্দে। আর লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন বেকার এদিনটি উদযাপন করছেন স্ত্রী-কন্যার সঙ্গে।
রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো ও তার পরিবার নিজেদের মতো করেই বড় দিনের আনন্দ ভাগ করে নিচ্ছেন। এদিকে দুই মেয়ে আর স্ত্রীর সঙ্গে বড় দিন উদযাপন করছেন আর্জেন্টিনার তারকা মিডফিল্ডার অ্যাঙ্গেল ডি মারিয়া। এছাড়া দুই ছেলেমেয়েকে নিয়ে বড়দিন উদযাপন করছেন ইন্টার মিলানের তারকা মিডফিল্ডার আর্তুরো ভিদাল।