ঢাকাশনিবার , ২৫ ডিসেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

পুলিশ ট্রেনিংয়ে ডাক পেলেন ভূমিহীন মীম

Arifuzman Arif
ডিসেম্বর ২৫, ২০২১ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

অবশেষে পুলিশ কনস্টেবল পদে ট্রেনিংয়ের জন্য ডাক পেয়েছেন জমি না থাকা মীম আক্তার। তিনি লিখিত পরীক্ষায় সাধারণ নারী কোটায় মেধাতালিকায় প্রথম হয়েছিলেন।

শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যার পর খুলনা টেক্সটাইল মিল পুলিশ ফাঁড়ি থেকে এসআই মিকাইল প্রশিক্ষণে অংশ গ্রহণের নোটিশপত্রটি মীমের হাতে তুলে দেন।

নোটিশে মীমকে বলা হয়, আগামী ২৯ ডিসেম্বর সকাল ৮টায় খুলনার পুরাতন পুলিশ লাইন্সের রিজার্ভ অফিস এবং পরের দিন (৩০ ডিসেম্বর) রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে উপস্থিত থাকতে বলা হয়েছে। এদিকে ট্রেনিংয়ে ডাক পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছে মীম।

মীম বলেন, চাকরিটা ফিরে পেয়ে খুবেই আনন্দ লাগছে। দায়িত্ব পালনকালে চেষ্টা করবো অসহায় মানুষের পাশে দাঁড়াতে।

এর আগে, শনিবার (১১ ডিসেম্বর) জেলায় জমি না থাকায় মীমের পুলিশে চাকরি হচ্ছে না বলে পুলিশ সুপারের কার্যালয় থেকে জানিয়ে দেয়া হয়। পরে এ নিয়ে সারাদেশে আলোড়ন সৃষ্টি হয়।

মীম আক্তার খুলনার সোনাডাঙ্গা থানার ৩ নম্বর আবাসিক এলাকার ১ নম্বর রোডের ডা. বাবর আলীর বাড়ির ভাড়াটিয়া। মীমের বাবা রবিউল ইসলাম খুলনার বয়রা ক্রস রোডে ভাড়ায় ছোট্ট একটি দোকান নিয়ে লেপ-তোশকের ব্যবসা করেন। দোকানটির নাম বেডিং হাউস।

তখন মীম বলেছিলেন, কনস্টেবল পদে সাধারণ নারী কোটায় আবেদনের পর ২৫ অক্টোবর খুলনা শিরোমনি পুলিশ লাইন্সে শারীরিক যোগ্যতা যাচাই হয়।

২৫, ২৬ ও ২৭ অক্টোবর তিন দিন ধরে চলা শারীরিক যোগ্যতা যাচাইয়ে আমি উত্তীর্ণ হই। এরপর ২৮ তারিখে লিখিত পরীক্ষা হয় খুলনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে। এতে উত্তীর্ণ হই। এরপর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষাতেও উত্তীর্ণ হই। ফলাফলে জানতে পারি আমি মেধা তালিকায় প্রথম হয়েছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।