ঢাকাশনিবার , ২৫ ডিসেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

খুশকি দূর করবে রসুন

Arifuzman Arif
ডিসেম্বর ২৫, ২০২১ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

রসুন অতিপরিচিত এক নাম। জৈব গুণসম্পন্ন একটি ঝাঁঝালো সবজি। যা মসলা ও ভেষজ ওষুধ হিসেবে বহুল ব্যবহৃত। রসুন ছাড়া রান্নার কথা চিন্তাই করা যায় না।

তবে বিশেষজ্ঞরা বলছেন, চুলে ও মাথার ত্বকে রসুনের রস লাগালে নতুন চুল গজায়। রসুনে শুধু চুলই গজায় না খুশকি দূর করতে এটি খুবই কার্যকর।

এটিতে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান, যা মাথার ত্বকে ব্যাকটেরিয়ার সংক্রমণ কমাতে সাহায্য করে। ফলে খুশকি কমে।

জেনে নিন রসুনের ৩টি হেয়ার প্যাক সম্পর্কে।

রসুন ও নারকেলের তেল

নারকেল তেলের সঙ্গে কয়েক কোয়া রসুন মিশিয়ে গরম করে চুলে লাগান। ২০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

রসুন ও মধু

খুশকি দূর করতে কয়েক কোয়া রসুন পিষে নিন। সামান্য মধু মিশিয়ে চুলের গোড়ায় লাগান। ১৫ মিনিট অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

রসুন ও অলিভ অয়েল

রসুনের কয়েকটি কোয়া সামান্য থেঁতো করে অলিভ অয়েলের সঙ্গে মেশান। মিশ্রণটি গরম করে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ঘষে ঘষে লাগান। কিছুক্ষণ অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।