
মণিরামপুরে ভরণ পোষন না দেয়ায় মেয়ের বিরুদ্ধে মামলা করেছেন এক মা। বৃহস্পতিবার মণিরামপুরের হানুয়ার গ্রামের মৃত শের আলী মোড়লের স্ত্রী আকলিমা বেগম এ মামলা করেছেন।
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাদী হাসান অভিযোগটি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। আসামি কাজল রেখা চান্দুয়া গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী ও বাদীর মেয়ে।
মামলার অভিযোগে জানা গেছে, আকলিমা বেগম কর্মহীন বৃদ্ধ নারী। এরপর আসামি কাজল রেখা তার মা আকলিমা বেগমের সম্পত্তি তাকে দিয়ে দিতে বলেন। সারাজীবন তার ভরণ পোষন ও দেখাশুনা করবে বলে অঙ্গীকার করেন।
কাজল রেখার কথায় বিশ্বাস করে তার মা সম্পত্তি লিখে দেন। কিছুদিন যেতে না যেতেই কাজল রেখা তার মায়ের খোঁজখবর নেয়া বন্ধ করে দেন।
এরমধ্যে কাজল রেখা তার মায়ের ভরণ পোষন না দিয়ে জমি বিক্রির ষড়যন্ত্র করছেন। মায়ের সম্পত্তির দখল নিয়ে ভরণ পোষনের দায়িত্ব না নেওয়ায় তিনি আদালতে এ মামলা করেছেন।