ঢাকামঙ্গলবার , ২১ ডিসেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় পিতা-মাতাকে মারপিট ও টাকা চুরির অভিযোগে ছেলের বিরুদ্ধে আদালতে মামলা

Arifuzman Arif
ডিসেম্বর ২১, ২০২১ ১১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি।। যশোরের শার্শার নিজামপুর গ্রামে পিতা-মাতাকে মারপিট ও টাকা চুরির অভিযোগে ছেলে শহিদুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন মা।

সোমবার শার্শা উপজেলার নিজামপুর গ্রামের হাজী আব্দুস সাত্তারের স্ত্রী মরিয়ম বেগম বাদী হয়ে এ মামলা করেছেন।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলাশ কুমার দালাল অভিযোগটি গ্রহন করে আসামি প্রতি গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

মামলার অভিযোগে জানা গেছে, আসামি শহিদুল বাদী  মরিয়ম বেগমের ছেলে।

শহিদুল মাদকাশক্ত, দাঙ্গাবাজ ও অসামাজিক লোক। টাকার জন্য প্রায় শহিদুল তার স্ত্রীকে প্রায় মারপিট করত। স্ত্রীর টাকা গহনা ও জমির দলিল চুরি করে নিবে বলে শহিদুল প্রায় তাকে হুমকি দিত।

গত ১০ ডিসেম্বর আসামি শহিদুল তার মায়ের ঘরে ঢুকে খুন জখমের হুমকি দিয়ে ১ লাখ ৩৫ হাজার ৫শ’ টাকা নিয়ে যায়।

এ সময় মরিয়ম বেগম ও তার ছেলের বৌ বাধা দিলে শহিদুল তাদের মারপিট করে পালিয়ে যায়। ছেলের খুন জখমের হুমকির কারণে তিনি আদালতে এ মামলা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।