
বেত্রাবতী ডেস্ক।।শার্শার বাগআঁচড়া টেংরা গ্রামে কুড়িয়ে পাওয়া বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে ফাহাদ হোসেন (৮) ও শায়ন্তি(৭) নামে দুই শিশু আহত হয়েছে।
আহত দুই শিশুর মধ্যে ফাহাদের অবস্থা আশংকা জনক। তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২০) ডিসেম্বর দুপুর ১২ টার দিকে টেংরা গ্রামের একটি আমবাগানে এ ঘটনাটি ঘটে। আহত ফাহাদ একই গ্রামের আসাদুল ইসলামের ছেলে ও শায়ন্তি কাঠুরি গ্রামের পিন্টুর মেয়ে। শায়ন্তি এই গ্রামে আত্মীয় বাড়িতে বেড়াতে এসেছিলো।
আহত শায়ন্তি জানান, আমরা দুজনে বাড়ির পাশে আব্দুর রহিমের আমবাগানে খেলা করছিলাম। হঠাৎ আমরা একটি বাজার করা প্লাস্টিকের প্যাকেট দেখি, তারপর সেটা খুলে দেখি তার ভিতর চাউলের কুড়ার ভিতর লাল টেপ প্যাচানো দুইটি বল আছে। ফাহাদ ওই কৌটা দুটা বের করে খেলার বল মনে করে একটির টেপ খুলে ফেললে বিকট আওয়াজ হয়ে সেটি বিস্ফোরণ হয়।
এতে ফাহাদ মারাত্মক আহত হয় এবং আমি হাতে ও মুখে অল্প আঘাত পাই। পরে এলাকায় লোকজন এসে আমাদের উদ্ধার করে এবং ফাহাদকে যশোর সদর হাস পাতালে নিয়ে ভর্তি করে।