
মাসুদ রানা,মোংলা।।সারাদেশের মত যথাযোগ্য মর্যাদায় মোংলা বন্দরে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে নানা কর্মসূচি পালন করে স্থানীয় প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, নৌ বাহিনী, কোস্টগার্ড, পৌরসভা, বন্দর কর্তৃপক্ষ ও রাজনৈতিক বিভিন্ন সংগঠন।
বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ মন্ত্রী ও স্থানীয় সাংসদ বেগম হাবিবুন নাহার, বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, ইউএনও কমলেশ মজুমদার ও ওসি মোঃ মনিরুল ইসলাম এসব কর্মসূচিতে অংশ নেন।
১৬ ডিসেম্বর রাত ১২ টা এক মিনিটে বন্দরে অবস্থানরত দেশি-বিদেশি জাহাজে এক মিনিট বিরতিহীন হুইসেল বাজানো হয়। এছাড়া দিবসের প্রথম প্রহরে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনও করা হয় এদিন।
এদিকে বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে মোংলা বন্দরে নব নির্মিত স্বাধীনতা চত্বর উদ্ধোধন করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা।