ঢাকারবিবার , ১২ ডিসেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

‘ব্যবসায়ী ভিসায় স্থলপথে ভারত যেতে পারবেন বাংলাদেশিরা’

Arifuzman Arif
ডিসেম্বর ১২, ২০২১ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

আগামীকাল সোমবার থেকে ব্যবসায়ী ভিসায় স্থলপথে ভারতে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা।

আজ রোববার সরকারি সফর শেষে ভারত থেকে দেশে ফিরে স্থানীয় সাংবাদিকদের এসব কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

৩ দিনের সরকারি সফর শেষে বেনাপোল বন্দর দিয়ে রোববার বিকেলে দেশে ফিরেন তিনি। এর আগে গত বুধবার (৮ ডিসেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে ভারত প্রবেশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সন্ধ্যায় যশোর থেকে ট্রেনে করে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি।

এর আগে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশ-ভারত মৈত্রীর ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সড়কপথে ভারত গিয়েছিলেন।

এদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে আসলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা, বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান, নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জুয়েল ইমরানসহ বন্দরের ঊধ্র্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।