
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক ৫০ টাকা মূল্যমানের স্মারক স্বর্ণমুদ্রা মুদ্রণ করেছে। তবে স্মারক স্বর্ণমুদ্রাটির বাক্সসহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৬ হাজার টাকা।
আগামী ১৫ ডিসেম্বর (বুধবার) থেকে এই মুদ্রাটি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে বিক্রি শুরু হবে। পরবর্তী সময়ে অন্যান্য শাখা অফিসে এটি বিক্রি হবে।
৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ মিলিমিটার ব্যাসের ঢেউ খেলানো ডিজাইন ও ২২ ক্যারেট স্বর্ণ দিয়ে নির্মিত স্মারক মুদ্রাটির ওজন ১০ গ্রাম।
স্বর্ণমুদ্রার সম্মুখভাগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি (৭ই মার্চ, ১৯৭১-এর ভাষণ) রয়েছে। প্রতিকৃতির নিচে মূল্যমান ‘পঞ্চাশ টাকা’ এবং প্রতিকৃতির উপরিভাগে অর্ধবৃত্তাকারভাবে ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ১৯৭১-২০২১’ লেখা রয়েছে।
মুদ্রার পেছনে ‘৫০’ এবং ‘০’-এর ভেতরে ‘বাংলাদেশ ব্যাংক’-এর মনোগ্রাম রয়েছে। মনোগ্রামের নিচে ‘১৯৭১-২০২১’ এবং উপরিভাগে অর্ধবৃত্তাকারভাবে ইংরেজিতে ‘গোল্ডেন জুবিলি অব ইনডিপেনডেন্স’ এবং নিচে ইংরেজিতে ‘ফিফটি টাকা’ মুদ্রিত।