
আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কারে ভূষিত হয়েছেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান এ বছর। আইসিসির মাস সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছিলেন বাঁ হাতি স্পিনার নাসুম আহমেদও।
বাংলাদেশের কোনো নারী ক্রিকেটার এই পুরস্কারের মনোনয়নে ছিলেন না গত অক্টোবর পর্যন্ত। জিম্বাবুয়ে সফরে দূর্দান্ত বোলিং পারফরমেন্সে এই পুরস্কারে মনোনীত হয়েছেন বাঁ হাতি স্পিনার নাহিদা আক্তার। গত মাসে ২.২২ গড়ে পেয়েছেন তিনি ১৩ উইকেট। তাতেই উঠে এসেছেন আলোচনায় নাহিদা।
গত মাসে কি দূর্দান্ত পারফর্মই না করেছেন বাংলাদেশ নারী দলের বাঁ হাতি স্পিনার নাহিদা আক্তার। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পেয়েছেন ১১ উইকেট। ক্যারিয়ার সেরা বোলিংও করেছেন নাহিদা এই সিরিজেই (৫/২১)।
এক দ্বি-পাক্ষিক ওয়ানডে সিরিজে বাংলাদেশ নারী বোলারদের মধ্যে সর্বাধিক উইকেট শিকারেই থেমে থাকেননি নাহিদা। নারী বিশ্বকাপ বাছাইপর্বে পাকিস্তানের বিপক্ষে ও করেছেন ম্যাচ উইনিং বোলিং (২/২১)। এমন পারফরমেন্সেই নভেম্বর সেরা নারী ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় আইসিসির মনোনয়ন পেয়েছেন নাহিদা।
নাহিদার প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের আনাম আমিন ও নভেম্বর মাসে পেয়েছেন ১৩ উইকেট (গড় ৩.০০)। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বি-পাক্ষিক ওয়ানডে সিরিজে পেয়েছেন তিনি ৯ উইকেট। নারী বিশ্বকাপ বাছাইপর্বে পেয়েছেন ৪ উইকেট। আর এক প্রতিদ্বন্দ্বী ওয়েস্ট ইন্ডিজের হ্যালি ম্যাথিউজ এই সময়ে করেছেন অলরাউন্ড পারফর্ম (৪ ওয়ানডে ম্যাচে ১৪১ রানও ৯ উইকেট)।
ছেলেদের নভেম্বর মাসের সেরার লড়াইয়ে আছেন পাকিস্তানের টেস্ট ওপেনার আবিদ আলি, নিউ জিল্যান্ড পেসার টিম সাউদি ও অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার।