এছাড়া শার্শা উপজেলা পরিষদের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে ফুল দিয়ে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।

রোববার বেলা ১১টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ও জাতির জনকের ম্যুরালে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কায়বা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত স্বতন্ত্র চেয়ারম্যান আলতাব হোসেন, পুটখালী ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান আব্দুল গফফার সরদার, বাগআঁচড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান আব্দুল খালেক, নিজামপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান সেলিম রেজা বিপুল, লক্ষনপুর ইউনিয়ন এর নৌকা প্রতীকের চেয়ারম্যান আনোয়ারা বেগম ও উলাশী ইউনিয়ন নৌকা প্রতীকের চেয়ারম্যান রফিকুল ইসলাম ।

উল্লেখ্য গত ২৮ নভেম্বর শার্শার ১০ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে স্বতন্ত্র প্রার্থী ৫ এবং নৌকা প্রতীকের ৫ জন জয়লাভ করেন।