ঢাকাশনিবার , ৪ ডিসেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবন উপকূলের বাঘ বিধবাদের মাঝে বোট লাইসেন্স সাটিফিকেট প্রদান 

Arifuzman Arif
ডিসেম্বর ৪, ২০২১ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সবুজ হাওলাদার মোংলা প্রতিনিধি।।সুন্দরবন উপকূলের বাঘ বিধবাদের মাঝে বিএলসি (বোট লাইসেন্স সাটিফিকেট) প্রদান করা হয়েছে।

শনিবার বিকেলে সুন্দরবন পশ্চিম বন বিভাগের কোবাদক ফরেস্ট স্টেশনে বনবিভাগের আয়োজিত এক অনুষ্ঠানে বাঘ বিধবা ২১ নারীর হাতে এই বিএলসি তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার।

এ সময় উপস্থিত ছিলেন বনবিভাগের খুলনাঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক মুকুল কুমার মৈত্র ও সুন্দরবন পশ্চিম বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

বন কর্মকর্তা মিহির কুমার দো বলেন, সুন্দরবনে বাঘের আক্রমনে নিহত হওয়া ব্যক্তিদের স্ত্রী ও তাদের পরিবারের অসহায়ত্বের বিষয়টি বিবেচনা করেই ওই সকল বাঘ বিধবাদেরকে এ বিএলসি প্রদান করা হয়েছে। এর মাধ্যমে ওই সকল বাঘ বিধবা মহিলারা বছর জুড়ে মৌসুম ভিত্তিক সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করতে পারবেন। তাদেরকে আজীবন মেয়াদী এই বিএলসি প্রদান করা হয়েছে।

এর আগে উপমন্ত্রী হাবিবুন নাহার খুলনা রেঞ্জের আদাচাই টহল ফাঁড়ি ও শেখেরটেক ইকো-ট্যুরিজম কেন্দ্র পরিদর্শন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।