বিশেষ প্রতিনিধি।।আগামী ৫ই জানুয়ারি ৫ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতায় ৩য় বারের মত দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে অনেক জল্পনা, কল্পনার অবসান ঘটিয়ে আওয়ামী লীগের মনোনীত নৌকার মাঝি হলেন কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়ন পরিষদের বর্তমান সফল চেয়ারম্যান ও চেয়ারম্যান পদপ্রার্থী, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি স, ম, মোরশেদ আলি (ভিপি)
শুক্রবার রাতে আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড এ সিদ্ধান্ত দিয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে ভি,পি, মোরশেদ বলেন, বিগত ৫ বছরে রাজনৈতিক অভিজ্ঞতা ও কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে কেরালকাতা ইউনিয়নকে এগিয়ে নেওয়ার ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে কাজের মূল্যায়ন করে তাকে পুনরায় আওয়ামীলীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন।
তাই আমি চেষ্টা করব দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আগামী ৫ই জানুয়ারি ৫ম ধাপের কেরালকাতা ইউনিয়ন নির্বাচনে দলমত নির্বিশেষে সকলের দোয়া ও সহযোগিতায় পুনরায় নির্বাচিত হয়ে ইউনিয়ন বাসীর সেবা করব।