
শাহারুল ইসলাম রাজ।। শার্শা উপজেলার ৭নং কায়বা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আলতাব হোসেন নির্বাচনী পরবর্তী বিভিন্ন গ্রামে গ্রামবাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অব্যাহত রেখেছেন।
এসময় তিনি উপস্থিত জনসাধারণের উদ্দেশে বলেন, আমি সকলের চেয়ারম্যান, আমি কোন অবস্থাতেই দূর্নীতি, মাদক, ও চাঁদাবাজ বাটপারদের জায়গা দিবো না। আপনারা আমাকে ভালোবেসে ভোট দিয়েছেন। আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহl
শুক্রবার তিনি ইউনিয়নের মহিষা গ্রামে শুভেচ্ছা বিনিময় করেন এবং মহিষা গ্রামে একটি নতুন ক্লাব উদ্বোধন করেন।
এ সময় আওয়ামীলীগ, যুবলীগ কৃষক শ্রমিক, ছাত্রলীগ, ও মা বোনেরা এবং নতুন প্রজন্মরা তাকে ফুলের তোড়া ও মালা দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন ও মিষ্টি মুখ করান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।