ঢাকামঙ্গলবার , ৩০ নভেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

সহিংসতা রুখতে শার্শার কায়বা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আলতাবের সর্তকীকরণ বার্তা

Arifuzman Arif
নভেম্বর ৩০, ২০২১ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।।নির্বাচন পরবর্তী সহিংসতা এড়াতে শার্শারকায়বা ইউনিয়নের নেতা কর্মীদের সচেতনতা ও সর্তকীকরণ বার্তা দিয়ে মাইকিং করেছে নব- নির্বাচিত চেয়ারম্যান আলতাব হোসেন।

সোমবার(৩০ নভেম্বর) এ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে এ সর্তক বার্তার মাইকিং করা হয়।

নবনির্বাচিত চেয়ারম্যান আলতাব হোসেন জানান,তৃতীয় ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা করে আমার প্রতিপক্ষ আমার অনেক নেতাকর্মীকে আহত করে হাসপাতালে পাঠিয়ে ছিলো। তাদের মধ্য একজনের মৃত্যু ও হয়। আমি কখনো মারামারি হানাহানি পছন্দ করিনা।আমার প্রতিপক্ষ নির্বাচনের আগে থেকে আমার নেতাকর্মী ভোটারদের নানা ভাবে হয়রানি করেছে।তাতে আমি ভীতু হয়নি। আমি সবসময় জনগনের ভোটে বিশ্বাসী ছিলাম।সেই জনগন আমাকে ভোট দিয়ে বিপুল ব্যালোটের মাধ্যমে বিজয়ী করেছে। আমি আমার ইউনিয়নের জনগনের প্রতি কৃতজ্ঞ।তাই আমি মারামারি হানাহানি করে প্রতিশোধ নিতে চাই না।দেশে আইন আছে আদালত আছে। যে অন্যায় করবে আইন তাকে সাজা দিবে। তাই আমি আমার নেতাকর্মীদের অনুরোধ করবো তারা যেন কোন সহিংসতার পথে না যায়। তাই মাইকিং করে সকলকে নির্বাচন পরবর্তী কোনো মারামারি হানাহানিতে না যাই সেই জন্য সতর্ক করা হয়েছে।আমি এ ইউনিয়নের জনগনের শাসক নই, সেবক হয়ে মানুষের জন্য কাজ করতে চাই।

এদিকে নবনির্বাচিত চেয়ারম্যানের এমন মহৎ উদ্যোগকে এলাকার সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।