বেত্রাবতী ডেস্ক।।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপের নির্বাচন শেষ হয়েছে রবিবার ২৮ শে নভেম্বর। আর এ নির্বাচন পরবর্তী সহিংসতা এড়াতে শার্শার বাগআঁচড়া ইউনিয়নে নেতা-কর্মীদের সর্তকী করণ বার্তা দিয়ে মাইকিং করেছে নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল খালেক।
সোমবার (২৯ নভেম্বর) দিনভর বাগআঁচড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে এ সর্তক বার্তার মাইকিং করা হয়।
নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল খালেক জানান, তৃতীয় ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বাগআঁচড়ায় সহিংসতা করে আমার প্রতিপক্ষ আমার অনেক নেতা-কর্মীকে আহত করে হাসপাতালে পাঠিয়েছিলো। তাদের মধ্য একজনের মৃত্যুও হয়। আমি কখনো মারামারি-হানাহানি পছন্দ করিনা। আমি জনগনের ভোটে বিশ্বাসী ছিলাম। সেই জনগন আমাকে ব্যালোটের মাধ্যমে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করেছে। আমি আমার ইউনিয়নের জনগনের প্রতি কৃতজ্ঞ। তাই আমি মারামারি হানাহানি করে প্রতিশোধ নিতে চাই না। দেশে আইন আছে আদালত আছে। যে অন্যায় করবে আইন তাকে সাজা দিবে। আমি আমার নেতা-কর্মীদের অনুরোধ করবো তারা যেন কোন সহিংসতার পথে না যায়। তাই মাইকিং করে সকল কে নির্বাচন পরবর্তী কোন মারামারি হানাহানিতে না যায় সেই জন্য সতর্ক করা হয়েছে।
এদিকে নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল খালেকের এমন মহৎ উদ্যোগকে এলাকার সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুজ্জামান আরিফ, অফিস: বাগআচঁড়া,যশোর
Copyright © 2023 বেত্রাবতী নিউজ২৪. All rights reserved.