ঢাকাসোমবার , ২৯ নভেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় তৃতীয় ধাপের ১০ ইউপিতে নির্বচন সম্পন্ন।। চেয়ারম্যান পদে বিজয়ী নৌকা-৫, স্বতন্ত্র-৫

Arifuzman Arif
নভেম্বর ২৯, ২০২১ ১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বেত্রাবতী ডেস্ক।। শার্শায় ১০ টি ইউপিতে রোববার দিন ভর নৌকা ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে পক্ষ বিপক্ষের নানা অভিযোগের মধ্য দিয়ে তৃতীয় ধাপের ভোট গ্রহন শেষ হয়েছে।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে ১০টি ইউপিতে নৌকা প্রার্থীর ৫ জন ও স্বতন্ত্র প্রার্থী ৫ জন নির্বাচিত হয়েছেন।

শার্শার কায়বা ইউনিয়নে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আলতাব হোসেন, বাগআঁচড়া ইউনিয়নে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক, উলাশি ইউনিয়নে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী রফিকুল ইসলাম, শার্শা ইউনিয়নে নৌকার কবির উদ্দীন তোতা, নিজামপুর স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা সেলিম রেজা বিপুল, লক্ষনপুর ইউনিয়নে নৌকার প্রার্থী আনোয়ারা বেগম, ডিহী ইউনিয়নে নৌকার প্রার্থী আসাদুজ্জামান মুকুল, বাহাদুরপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাঃ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মফিজুর রহমান, পুটখালী ইউনিয়নে নৌকার প্রার্থী আব্দুল গফফার ও গোগা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা তবিবর রহমান ।

নির্বাচনে ১০টি ইউপিতে চেয়ারম্যান প্রার্থী অংশ নিয়েছিলেন ৪৩ জন। ভোট কেন্দ্র ছিল ১০৮টি। ভোটার সংখ্যা ছিল ২লাখ ৩৫ হাজার ২৪৩ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৪৩ ও পুরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ২০০ জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।