
বেত্রাবতী ডেস্ক।।আসন্ন ইউপি নির্বাচনে যশোরের শার্শা উপজেলার শার্শা সদর ইউনিয়নে নৌকা প্রতীকের কবির উদ্দিন তোতাকে সমর্থন জানিয়ে নিজের নাম প্রত্যাহার করলেন স্বতন্ত্র প্রার্থী (আনারস প্রতীক) সোহরাব হোসেন।
সোমবার ( ২২ই নভেম্বর) সন্ধ্যায় দুই প্রার্থীকে এক সাথে নিয়ে সকল ভেদাভেদ ভূলে সবাইকে নৌকার পক্ষে কাজ করতে নির্দেশ দেন শার্শার এমপি শেখ আফিল উদ্দিন।
চেয়ারম্যান সোহরাব বলেন, আমি আমার ইউনিয়নের সকল মানুষের ভালবাসার চাপে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম। কিন্তু দলের নির্দেশে ও এমপি আফিল উদ্দিনের কথা মত আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করে, আমার সমস্ত কার্যক্রম স্থগিত করে, দলের মনোনীত নৌকার প্রার্থী কবির উদ্দিন তোতাকে সমর্থন করলাম।
এমপি শেখ আফিল উদ্দীন বলেন, আমি চাইনা শার্শার মাটিতে আওয়ামী লীগে আওয়ামী লীগে আর কোন ভেদাভেদ থাকুক। সোহরাব কোন ভূল করেনি স্বতন্ত্র প্রার্থী হয়ে। তার এলাকার জন সমর্থনে সে প্রার্থী হয়েছিল। আমি তাকে অনেক বুঝিয়েছি। এবং তাকে বোঝাতে সক্ষমও হয়েছি। এখন থেকে আর কোন কটুক্তি নই। সোহরাব ভাইও জিন্দাবাদ, তোতা ভাইও জিন্দাবাদ।