ঢাকাসোমবার , ১৫ নভেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

স্পেনে ভেসে আসা নৌকায় মিলল ৮ অভিবাসীর লাশ

Arifuzman Arif
নভেম্বর ১৫, ২০২১ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

ইউরোপের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দেশ স্পেনের গ্রান ক্যানারিয়া দ্বীপের সাগরে ভেসে আসা এক নৌকায় আফ্রিকান আট অভিবাসীর মরদেহ খুঁজে পেয়েছেন দেশটির উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা।

রোববার (১৪ নভেম্বর) ক্যানারি দ্বীপপুঞ্জের কর্তৃপক্ষ ভেসে আসা নৌকায় ওই অভিবাসন প্রত্যাশীদের মরদেহ খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছে।

উপকূলরক্ষীরা বলছেন, উদ্ধারের সময় নৌকাটিতে মোট ৬২ জন অভিবাসী ছিলেন। তাদের মধ্যে সকলেই পুরুষ। যার মধ্যে ১২ বছর বয়সী একজন কিশোরও রয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নৌকায় তিনজন অভিবাসীকে আশঙ্কাজনক অবস্থায় পাওয়া যায়। পরবর্তীকালে তাদের উদ্ধার করে হেলিকপ্টারে চাপিয়ে গ্রান ক্যানারিয়ার একটি হাসপাতালে নেওয়া হয়। এছাড়া অন্য অন্তত নয়জনকে দ্বীপে নিয়ে যাওয়ার পর স্প্যানিশ কোস্টগার্ড প্রাথমিক চিকিৎসা প্রদান করে।

রোববার ক্যানারি দ্বীপপুঞ্জের জরুরি সেবা বিভাগ বলছে, অভিবাসীদের বহনকারী নৌকাটি গ্রান ক্যানারিয়ার ৪০ মাইল দক্ষিণে আটলান্টিকে গত প্রায় এক সপ্তাহ যাবত ভাসছিল।

স্পেনের উপকূলরক্ষী বাহিনী একই দিন অভিবাসীদের বহনকারী আরও একটি নৌকা উদ্ধার করেছে। স্প্যানিশ দ্বীপ থেকে কয়েক মাইল দূরে উদ্ধার হওয়া ওই নৌকায় ৩৫ জন পুরুষ ও একজন নারী ছিলেন।

স্প্যানিশ সরকারের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১৩ হাজারের বেশি অভিবাসী পশ্চিম আফ্রিকা থেকে ক্যানারির দ্বীপপুঞ্জের উদ্দেশে বিপজ্জনক সাগরপথ পাড়ি দিয়েছে।

উল্লেখ্য, অভিবাসীদের সমুদ্র পাড়ি দেওয়ার এই সংখ্যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় দ্বিগুণেরও বেশি। সূত্র: রয়টার্স

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।