ঢাকাবুধবার , ১০ নভেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় কোস্টগার্ডের অভিযানে ৩টি ট্রাক বোঝাই জেলি পুশকৃত চিংড়ী জব্দ, আটক-৭

Arifuzman Arif
নভেম্বর ১০, ২০২১ ২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

মোংলা প্রতিনিধি।।মোংলায় তিনটি ট্রাক বোঝাই ৪হাজার ২০ কেজি জেলি পুশকৃত বাগদা ও গলদা চিংড়ী মাছসহ ৭জন অবৈধ মাছ ব্যাবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা।

৯ নভেম্বার গভীর রাতে রুপসা খানজাহান আলী টোল প্লাজা থেকে তাদের আটক করা হয়।

কোষ্টগার্ড পশ্চিম জোনের মোংলা সদর দপ্তরের অপারেশন কর্মকর্তা লেঃ এ এম এস লুৎফর রহমান জানান, গোপন সংবাদে জানা যায়, অবৈধ ভাবে মোনোফালোভী কিছু চিংড়ী ব্যাবসায়ীরা চিংড়ী মাছে বাগদা ও গলদা চিংড়িতে পুশ করে জেলি মিশ্রিত করে ওজন বাড়িয়ে বিক্রি করে আসছিল।

৯ নভেম্বর গভির রাতে কোস্টগার্ডের একটি দল বিসিজি স্টেশান রুপসাকে সাথে নিয়ে খানজাহান আলী টোল প্লাজা এলাকায় অভিযান চালায়। ব্রিজ এলাকা দিয়ে ৩টি ট্রাক দ্রুত চলে যেতে দেখে তাদের চ্যালেন্স করে কোস্টগার্ড।

এসময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে ট্রাকসহ চিংড়িতে পুশকরা ৭জন অবৈধ মোনাফা লোভী ব্যাবসায়ীকে আটক করে। তাদের ট্রাক তল্লাশী চালিয়ে জেলি পুশকৃত ৪ হাজার ২০ কেজি (১০০ মন) বাগদা ও গলদা চিংড়ী জব্দ করে।
পরবর্তীতে নির্বাহী ম্যজিষ্ট্রেট ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত হেল্পার ও ড্রাইভারসহ ৬ জনকে ১ মাসের বিনা শ্রম কারাদন্ড ও ১ জনকে সাধারন ক্ষমায় ছেড়ে দেওয়া হয়।

জব্দ করা জেলি পুশকৃত চিংড়ি মাছগুলো নদীতে ফেলে বিনষ্ট করা হয়। আটককৃত ট্রাক তিনটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য থানায় হস্তান্তর করে কোস্টগার্ড সদস্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।