ডিসেম্বরে মুক্তি পেতে যাচ্ছে সরকারি অনুদানে নির্মিত ‘কালবেলা’ সিনেমা। একাত্তরের মুক্তিযুদ্ধের সময়কালে এক নারীর সংগ্রামের কাহিনী নিয়ে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি।
শুটিং শেষ করার আগেই ২০১৮ সালের ১৮ ডিসেম্বর মারা যান সিনেমাটির পরিচালক সাইদুল আনাম টুটুল। প্রায় ৯৫ শতাংশ কাজ শেষ করেছিলেন তিনি।
পরবর্তীতে বাকি অংশ শেষ করেন তার সহধর্মিণী ও এই সিনেমার প্রযোজক মোবাশ্বেরা খানম।
এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির অফিসিয়াল ট্রেলার। মুক্তিযুদ্ধ জাদুঘরে আগামী ৮ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় সিনেমাটির প্রিমিয়ার হবে। ডিসেম্বরের মাঝামাঝি এটি মুক্তি পাবে। ২০১৭-১৮ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘কালবেলা’।
প্রথম সিনেমা নিয়ে তাহমিনা অথৈ বলেন, ‘কালবেলা শুধু একটি চলচ্চিত্রের গল্প নয়, রয়েছে অনেকগুলো জীবনের সমষ্টি, আমার প্রথম চলচ্চিত্র। আমার স্বপ্নের কাজ। ভালোবাসার কাজ। চেষ্টা করেছি ভালো কিছু করার। সেই সাথে কালবেলার টিম সবসময় পাশে ছিল। বিশেষ করে স্যার, প্রয়াত সাইদুল আনাম টুটুল। তিনি আছেন এই কাজের মধ্যে, সর্বদা।’
মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমাটির গল্প এক নারীর সংগ্রামকে ঘিরে। যুদ্ধকালীন সময়ে সাধারণ মানুষের অনিশ্চিত যাত্রা, অবরুদ্ধ শহরে কর্মহীন মানুষের বিপন্নতাসহ নানা বিষয় উঠে এসেছে সিনেমায়। ‘কালবেলা’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন নতুন অভিনেত্রী তাহমিনা অথৈ। এ ছাড়া দেখা যাবে- মনিরুজ্জামান শিশির, মাসুম বাশার, জয়ন্ত চট্টোপাধ্যায়, লুৎফর রহমান জর্জ প্রমুখকে। এ সিনেমা দিয়েই অভিষিক্ত হচ্ছেন অথৈ।