
আফগানিস্তানের অন্তবর্তীকালীন তালেবান সরকার রোববার বড় ধরনের রদবদলের মধ্যে সেনাবাহিনীর আটটি দলের নাম বদলে দিয়েছে।
তালেবান সে দেশের গুরুত্বপূর্ণ পদে তাদের ৪৪ জন সদস্যকে নিয়োগ দিয়েছে।
রোববর বিভিন্ন প্রদেশের গভর্নর এবং পুলিশ প্রধান নিয়োগ দেওয়া হয়েছে বলেও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে।
তালেবান তাদের সদস্যদের নতুন নিয়োগের একটি তালিকা প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, কাবুলের গভর্নরের দায়িত্ব পেয়েছেন কারি বারিয়াল। রাজধানীর পুলিশ প্রধান হিসেবে ওয়ালি জান হামজাকে নিয়োগ দেওয়া হয়েছে।
আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ইয়াকুব মুজাহিদ বলেছেন, কাবুলের স্পেশাল অপারেশনস কর্পস-এর নাম বদলে সেন্ট্রাল কর্পস করা হয়েছে। এছাড়া ২০৯ নম্বর শাহিন কর্পস এখন নাম বদলে আল-ফাতাহ করা হয়েছে।
কুন্দুজের ২১৭ পামির কর্পস নাম বদলে ওমারি কর্পস করা হয়েছে, কান্দাহারের ২০৫ আতাল কর্পস নাম বদলে করা হয়েছে আল-বদর এবং হেলমান্দের ২১৫ মাইওয়ান্দ নাম বদলে আজম করা হয়েছে।
তালেবানের প্রতিষ্ঠাতা নেতা মোল্লা ওমরের ছেলে ইয়াকুব ২০১ সাইলাব কর্পস নাম বদলে খালিদ ইবনে ওয়ালিদ করেছেন।
পাকতিয়ার ২০৩ থান্ডার কর্পসের নাম বদলে মানসৌরি রেখেছেন তিনি। হেরাতের ২০৭ জাফর কর্পসের নাম বদলে আল ফারুক করা হয়েছে। সূত্র: ইয়েনিসাফাক।