
গত দুই ম্যাচ দাপটের সঙ্গে জিতে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রেখেছিল ভারত। তবে দলটি রোববার তাকিয়ে ছিল নিউ জিল্যান্ড-আফগানিস্তান ম্যাচের দিকে। এ ম্যাচে বিরাট কোহলিরা প্রার্থনা করছিল নিউ জিল্যান্ডের হার। কিন্তু ভাগ্য দেবী তাদের সে আশা পূরণ করেনি।
এদিন দাপটের সঙ্গে খেলে বড় জয়ই পেয়েছে কিউইরা। এর সঙ্গে সঙ্গে চতুর্থ দল হিসেবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল কেন উইলিয়ামসনের দল।
রোববার সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে নিউ জিল্যান্ড জিতেছে ৮ উইকেটে। এদিন টস জিতে আগে বল হাতে নিয়ে আফগানদের ১২৪ রানেই আঁটকে দেয় কিউইরা।
জবাব দিতে নেমে ১১ বল আর ৮ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে কেন উইলিয়ামসনের দল। এরফলে সেমির টিকিটও নিশ্চিত করল তারা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।