ঢাকারবিবার , ৭ নভেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. তথ্যপ্রযুক্তি
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য ও চিকিৎসা
আজকের সর্বশেষ সবখবর

পশুর নদীতে কোস্টগার্ড’র অভিযানে মালামালসহ চোরাকারবারী আটক

Arifuzman Arif
নভেম্বর ৭, ২০২১ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

মাসুদ রানা,মোংলা।।মোংলায় পশুর নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২৩টি এসএস পাইপ ২টি কাঠের নৌকাসহ ১ জন চোরাকারবারী আটক করে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন।

আজ দুপুরে সাংবাদিক এক প্রেস নোটের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে কোস্টগার্ড।

প্রেসনোটে জানানো হয়, রবিবার দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি বেইস মোংলার একটি টহল দল মোংলা কানাইনগর পশুর নদী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৩৫০ কেজি ওজনের ২৩ টি (২০ ফিট) এসএস পাইপ (আনুমানিক মূল্য টাকা-৪০,২৫,০০০/ টাকা চল্লিশ লক্ষ পচিশ হাজার মাত্র) ২ টি কাঠের নৌকাসহ ০১ জন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়।

জব্দকৃত মালামাল এবং আটককৃত চোরাকারবারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মোংলা থানায় হস্তান্তর কার্যক্রম চলমান রয়েছে।

কোস্ট গার্ড পশ্চিম জোন(মোংলা) কর্তৃক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আরো জানায়, কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি ডাকাতি দমন, অবৈধ অনুপ্রবেশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।