মাসুদ রানা,মোংলা।।মোংলায় পশুর নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২৩টি এসএস পাইপ ২টি কাঠের নৌকাসহ ১ জন চোরাকারবারী আটক করে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন।
আজ দুপুরে সাংবাদিক এক প্রেস নোটের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে কোস্টগার্ড।
প্রেসনোটে জানানো হয়, রবিবার দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি বেইস মোংলার একটি টহল দল মোংলা কানাইনগর পশুর নদী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৩৫০ কেজি ওজনের ২৩ টি (২০ ফিট) এসএস পাইপ (আনুমানিক মূল্য টাকা-৪০,২৫,০০০/ টাকা চল্লিশ লক্ষ পচিশ হাজার মাত্র) ২ টি কাঠের নৌকাসহ ০১ জন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়।
জব্দকৃত মালামাল এবং আটককৃত চোরাকারবারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মোংলা থানায় হস্তান্তর কার্যক্রম চলমান রয়েছে।
কোস্ট গার্ড পশ্চিম জোন(মোংলা) কর্তৃক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আরো জানায়, কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি ডাকাতি দমন, অবৈধ অনুপ্রবেশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।